E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘‌সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য আওয়ামী লীগের নেই’

২০১৬ ডিসেম্বর ১৭ ১৪:৪৯:৫৩
‘‌সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য আওয়ামী লীগের নেই’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোন কালেই আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য নেই। তাদের উত্তরসূরীরা এখনও সেই ঐতিহ্য বহন করে চলছে। বাকশালের পুনরুজ্জীবন ঘটিয়ে বর্তমানে যে ভয়াবহ দু:শাসন চলছে নাসিক নির্বাচনে তার বিরুদ্ধে রায় দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।

শনিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংকুচিত গণতন্ত্রের পরিসর বাড়ানোর জন্যই নাসিক নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ উল্লেখ করে রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের ধারাবাহিক দু:শাসন ও মানুষের ভোটাধিকার হরণের জবাব দিতে নারায়ণগঞ্জবাসী প্রস্তুত হয়ে আছেন।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এতই নাজুক যে ঘরে-বাইরে কোন কারো এখন কোন ন্যূনতম নিরাপত্তা নেই। মা-বোনরা ঘর থেকে বের হতে ভয় পায়। বিনা বিচারে হত্যার সংস্কৃতি চালু রেখে ক্ষমতা আঁকড়ে রাখার প্রয়াসে দেশজুড়ে এখন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, তা নিয়ে যুবসমাজের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে।

রিজভী অভিযোগ করেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার বাদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমরা এর আগেও বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছি। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোন তৎপরতা নেই। সুতরাং নাসিক নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে সেটাই এখন বড় প্রশ্ন।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test