E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা ক্ষমতায় আসে গ্যাস বিক্রির চুক্তিতে’

২০১৬ ডিসেম্বর ১৭ ১৬:৫৯:২১
‘খালেদা ক্ষমতায় আসে গ্যাস বিক্রির চুক্তিতে’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০১ সালে গ্যাস বিক্রির চুক্তিতে ক্ষমতায় আসেন।

শনিবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমেরিকার কাছে গ্যাস বিক্রির চুক্তিতে খালেদা জিয়ার বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে। তবে আল্লাহ জন বুঝে ধন দেয়। আমি জানতাম, তারা গ্যাস পাবে না তো, দেবে কী!

খালেদাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আয়নায় চেহারা দেখুন, চেহারা শুধু সাজুগুজু করার জন্যই নয়।

তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

তিনি আরো বলেন, ‘ইতিহাস বিকৃত করা হয়েছিল। মিথ্যা বলাটা ওদের অভ্যাস। ওরা তো বলবেই। তবে বিকৃত ইতিহাস এ দেশের মানুষকে আর গেলাতে পারবে না। কারণ, দেশের মানুষ, যুব সমাজ এখন সঠিক তথ্য জানার সুযোগ পেয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস যেভাবে বিকৃত করা হয়েছে, পৃথিবীর কোথাও এমন নজির নেই। আওয়ামী লীগই সঠিক ইতিহাস তুলে ধরেছে। আর যারা বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছে, তারা কীভাবে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে?

শেখ হাসিনা বলেন, ‘এই দেশের স্বার্থহানি হোক, অন্তত আমি তা চাই না। আমার কাছে ক্ষমতা বড় না, দেশের মানুষ বড়। কিন্তু আমেরিকার কাছে গ্যাস বিক্রির চুক্তিতে খালেদা জিয়ার বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় আসে। তবে আল্লাহ জন বুঝে ধন দেন। আমি জানতাম, তারা গ্যাস পাবে না, তো দেবে কী? আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন অফার দেন, আমি স্পষ্টভাবে বলে আসি, দেশের মানুষের সম্পদ ক্ষমতার লোভে বিক্রি করব, এমন মানুষ আমি নই।’

টকশোজীবীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় ব্যর্থ হওয়া উপদেষ্টারাই এখন দেখছি টকশোতে যান, কথা বলেন। টকশোতে তাদের বলা উচিত যে, কী কারণে তারা ওই সময় ব্যর্থ হয়েছিলেন। সে সময় কেন এমন ঘটেছিল।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বাংলাদেশের মানুষ সব রকম সুযোগ-সুবিধা, অধিকার পায়। আর অন্যরা হত্যা, ক্যুয়ের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে লুটে খায়। আওয়ামী লীগ মনের টানে জনগণের কাজ করে। কারণ, জনগণের জন্যই তো এই দেশ। আমরা গণতন্ত্র এনেছি, গণতন্ত্র অব্যাহত রাখব। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।’

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test