E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে’

২০১৬ ডিসেম্বর ১৮ ১৪:৪৬:০০
‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে’

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে আজ শুরু হচ্ছে সংলাপ। প্রথমদিনই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার টেবিলে বসছে বিএনপি। তবে এ সংলাপ সফল হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

তিনি বলেন, ‘সালিশ মানি তালগাছটা আমার- এই যদি বিএনপির নীতি হয়, তাহলে আজকের সংলাপ সফল হবে না।’

রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, মহামান্য রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন নির্বাচনী সংলাপের জন্য।’

রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন, তখন তারা গিয়েছিলেন, তখন তাদের মন মতো হয়নি।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় আসার রাজনীতি যারা করে, এই যাদের মন-মানসিকতা তাদের জন্য জনসমর্থনের পাল্লা ক্রমেই সংকুচিত হবে। বিএনপি আজ কী চায় সেটা তারা নিজেরাও জানে না।’

সংগঠনটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test