E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আবারো সেনা মোতায়েন দাবি বিএনপির’

২০১৬ ডিসেম্বর ২০ ১৭:১৫:৩৮
‘আবারো সেনা মোতায়েন দাবি বিএনপির’

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ দাবির কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, নারায়ণগঞ্জের ১৭৪টি কেন্দ্রের ১৫০টিই ঝুঁকিপূর্ণ। যে কারণে আগে থেকেই বলে এসেছি সেনা মোতায়েনের। কিন্তু কমিশন থেকে সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সেখানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের দাবি হচ্ছে ভোটাররা যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে। নির্বাচন যেন সু্ষ্ঠু হয়, পোলিং এজেন্টদের দৃষ্টির মধ্যে ব্যালট বাক্স রাখা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test