E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দলে নিজেদের পছন্দের লোক ঢুকাবেন না’

২০১৬ ডিসেম্বর ৩১ ১৫:১৬:২২
‘দলে নিজেদের পছন্দের লোক ঢুকাবেন না’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সংগঠিত করতে নতুন বছরের প্রথম ১শ’ দিন ঘর গোছানো হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভালো, শিক্ষিত, ইমেজধারী ও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত লোক নিয়ে কমিটি গঠন করেন। কারণ, সামনে নির্বাচন। দলে নিজেদের পছন্দের লোক ঢুকাবেন না। তাহলে দল উজ্জীবিত হবে না।

শনিবার দুপুরে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের নতুন বছরের কর্মসূচি নিয়ে আয়োজিত সভায় তিনি এ তথ্য জানান।

কাদের বলেন, নতুন বছরে প্রথম ১শ’ দিন ঘরের ভেতরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে।

তিনি বলেন, শোলাকিয়া ও হলি আর্টিজান হামলার ঘটনা থেকে এখনও পুরোপুরি বের হতে পারি নাই। বিপদ এখনও বর্তমান। পুলিশের সাহসিকতায় ভালো দৃশ্য দেখতে পাচ্ছি। সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে এখান থেকে বের হওয়ার জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নতুন বছরে আমাদের দুটি কাজ করতে হবে। নির্বাচনের প্রস্তুতি ও সাম্প্রদায়িক উগ্রতা মোকাবেলা। নির্বাচনে যেমন জিততে হবে তেমনি সাম্প্রদায়িক উগ্রতাকেও নিমূর্ল করতে হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদসহ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test