E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না’

২০১৭ জানুয়ারি ০৩ ১৬:১৩:১৯
‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অবিলম্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র ফিরিয়ে দিন। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হবে না। ভিনদেশিদের শক্তি নিয়ে যত কথাই বলুন এদেশে গণতন্ত্রের বসন্ত আসবেই।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘কলঙ্কিত ৫ই জানুয়ারির নির্বাচন এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামক একটি সংগঠন। সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি নির্বাচনের আগেই বলেছিলাম সরকার নাসিকে নতুন কৌশল অবলম্বন করবে। সেটিই প্রমাণিত হয়েছে। নাসিকে ভোট ডাকাতি হয়নি, চুরি হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কারণ তিনি মাঝে মাঝে সত্য কথা বলেন।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জন ছিল বিএনপির শ্রেষ্ঠ সিদ্ধান্ত। ভোটারবিহীন ঐ নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে উপহাস করা হয়েছে,যা আমাদের প্রতারক জাতিতে প্রমাণিত করেছে। এই নির্বাচন বর্জন করা ছিল আমাদের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।

৫ জানুয়ারি বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, তিনি (হানিফ) সরাসরি বিএনপিকে হুমকি দিয়েছেন। এই হুমকি আমরা দিলে ১০টি মামলা হয়ে যেত।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test