E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূইফোঁড় সংঘটনের ফেস্টুন নামিয়ে দিলো জাবি ছাত্রলীগ

২০১৭ জানুয়ারি ০৩ ২৩:০৬:৪২
ভূইফোঁড় সংঘটনের ফেস্টুন নামিয়ে দিলো জাবি ছাত্রলীগ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের নামধারী বিভিন্ন ভূইফোড় সংগঠনের ব্যানার ফেস্টুন উচ্ছেদ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক কার্তিক ঘোষ নীরব,  ৪২ ব্যাচ. মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম এবং আজিম এইচ রতনের নেতৃত্বে এসব ভূইফোড় ব্যনার ফেস্টুন উচ্ছেদ করা হয়।

এসময় জননেত্রী শেখ হাসিনা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির ও বিভিন্ন নামে টানানো বিভিন্ন ব্যনার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। তারা সকলেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের অনুসারি বলে জানা যায়।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নীরব ও রবিউল জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোনো ভূঁইফোড় সংগঠনের অস্তিত্ব নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এ ধরণের সংগঠনের ব্যানার ফেস্টুন থাকতে পারে না। তাই আমরা নিজ দায়িত্বে এসব উচ্ছেদ করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার এসব ভূঁইফোড় সংগঠনের ব্যপারে দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে বলেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুলষিত করে এমন ভূঁইফোড় সংগঠনের ব্যনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে থাকতে পারেনা।

উল্লেখ্য, অাওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে বেশ কয়েকবার এসব সংগঠনের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন।

(অ/জানুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test