E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‘নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজকেই ঝাঁপিয়ে পড়তে হবে’

২০১৭ জানুয়ারি ০৪ ২৩:১৫:২৩
‌‘নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজকেই ঝাঁপিয়ে পড়তে হবে’

স্টাফ রিপোর্টার : নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজকেই ঝাঁপিয়ে পড়তে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার বিকেলে ছাত্রলীগের (জেএসডি) ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র এখন নির্বাসিত। রাজনীতি এখন ক্ষমতাসীনদের দ্বারা নিয়ন্ত্রিত। বেকারত্ব আর গণতন্ত্রহীনতা ছাত্র-যুব সমাজকে সন্ত্রাস-জঙ্গিবাদের অন্ধকারে ঠেলে দিচ্ছে। নিজেদের ক্ষমতা রক্ষা কিংবা ক্ষমতা পুনরুদ্ধারের স্বার্থে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি-দলবাজি-ঠিকাদারী- মাস্তানির দৌরাত্ম্যের কাছে সঁপে দিয়ে দেউলিয়াত্বে পরিণত হয়েছে।

রব বলেন, ছাত্র রাজনীতির দেউলিয়াত্ব গুছিয়ে ছাত্র রাজনীতিকে স্বমহিমায় ফিরিয়ে আনতে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেননা এ ছাত্রলীগই ৬২তে স্বাধীনতার নিউক্লিয়ার্স গঠন, ৬৯ এর ছাত্র-গণঅভ্যুত্থান, স্বাধীনতার পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার পাঠ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই ছাত্রলীগকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস জাতির কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, দেশকে নেতৃত্ব শূন্য করে তোলার হীন মানসে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। দেশে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য অবিলম্বে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তানজিদুর রহমান পিয়াসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি নেতা এম এ গোফরান, মিসেস তানিয়া ফেরদৌসী, ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সামছুল আলম নিক্সন প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test