E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডিএনসিসি মার্কেটের আগুন পরিকল্পিত’

২০১৭ জানুয়ারি ০৬ ১৩:১৬:৩৩
‘ডিএনসিসি মার্কেটের আগুন পরিকল্পিত’

স্টাফ রিপোর্টার : গত মঙ্গলবার রাজধানীর ডিএনসিসি মার্কেটে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকার এই ঘটনার সঙ্গে জড়িত বলেও অভিযোগ দলটির।

শুক্রবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার দায় তদন্ত ছাড়াই সরকারের তরফ থেকে বিরোধীদলের উপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার এক চোখা নীতিতে চলছে। তারা কোনো অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি করতে গেলেই যত সমস্যা তৈরি করে।

লিটন হত্যা প্রসঙ্গে রিজভী বলেন, লিটনের ভাই ও স্ত্রীর কথায় অন্য কিছু বোঝাচ্ছে। কিন্তু তদন্ত ছাড়াই সরকার বিরোধীদলের উপর দোষারোপ করার অভ্যাস হয়ে গেছে।

তিনি আরো বলেন, ২৪-৩২ ঘণ্টা সময় না দিলে একটা প্রোগ্রামও ভালোভাবে করা যায় না। অনেক প্রস্তুতির বিষয় থাকে। কিন্তু সরকার দলীয় প্রোগ্রামে তাড়াতাড়ি অনুমতি দিলেও বরাবর বিএনপির জন্য সময়ক্ষেপণ করে প্রশাসন।

৭ জানুয়ারি যদি ডিএমপি থেকে অনুমতি না দেয় তাহলে নেতৃবৃন্দ বৈঠকের মাধ্যমে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন রিজভী।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test