E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর মতৈক্য জরুরি’

২০১৭ জানুয়ারি ০৮ ১১:০৮:১১
‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর মতৈক্য জরুরি’

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের প্রয়োজন।

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক‌্যের মধ‌্যে শনিবার বঙ্গভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে আলোচনায় এ বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জাসদ ইসি গঠনে স্থায়ী সমাধানে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব পেশ করেছে। আ স ম আব্দুর রব বলেন, গণতন্ত্র এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়।

বৈঠকে নতুন ইসি গঠনে গঠনমূলক প্রস্তাব দেয়ার জন্য জাসদ প্রতিনিধিদলকে রাষ্ট্রপতি ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি পরবর্তী ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেয়ার পর প্রথম গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করেন। কাজী রকিবউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test