E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতা খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত

২০১৭ জানুয়ারি ১০ ১০:৪১:২৬
বিএনপি নেতা খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত

নরসিংদী প্রতিনিধি :নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ চারজন আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ছনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও খোকনের পাজেরো জিপের মুখমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় খায়রুল কবীরসহ অন্য আহতদের প্রথমে মাধবদী প্রাইম হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলেন খায়রুল কবীর খোকনের ব্যক্তিগত সহকারী (পিএস) সাদ্দাম হোসেন রিয়াদ, গাড়ির চালক সেতু।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নরসিংদীর বেলাবোতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন। এ সময় তার সঙ্গে স্ত্রী শিরিন সুলতানাও ছিলেন।

অনুষ্ঠান শেষে রাতে ঢাকায় ফেরার পথে মাদবদী ছনপাড়া এলাকায় তাদের পৌঁছলে শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস খোকনকে বহনকারী পাজেরোকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি ছিটকে রাস্তার পাশ গিয়ে পড়ে।

এতে খায়রুল কবীর থোকন ও তার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন। স্থাসীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা জানিয়েছেন, রাত সাড়ে ১০টায় ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তিনি তাদের সুস্থ্যতা কমনায় সবার দোয়া কামনা করেছেন।





(ওএস/এস/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test