E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইসি পুনর্গঠনে নিরাশা উঁকি দিচ্ছে’

২০১৭ জানুয়ারি ২০ ১২:৫৩:০৪
‘ইসি পুনর্গঠনে নিরাশা উঁকি দিচ্ছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করলেও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আশার বদলে নিরাশা উঁকি দিচ্ছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছেন। সবার নিকট গ্রহণযোগ্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন এমন প্রত্যাশা শুধু বিএনপি’র নয়, এদেশের প্রতিটি নাগরিকের।

তবে আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে তাদের সাধারণ সম্পাদক ও শীর্ষস্থানীয় নেতারা যেভাবে ধমকের সুরে কথাবার্তা বলছেন তাতে রাষ্ট্রপতি ইসি গঠনে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবেন কিনা সে বিষয়ে সন্দেহে তৈরি হওয়া অস্বাভাবিক নয়, বলেন রিজভী।

তিনি আরো বলেন, বিএনপিসহ দেশবাসী রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায়, কিন্তু তিনি যদি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে প্রভাবিত হয়ে দলীয় লোকদের দিয়ে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করেন তাহলে তা জনগণ মানবে না।

বিএনপির এই নেতা বলেন, শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ও আওয়ামী লীগের নেতাদের কথাবার্তায় প্রকৃত গণতন্ত্রের কোনো বার্তা বহন করেনি বরং সেই বক্তব্যে আরেকটি ৫ জানুয়ারির মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ফুটে উঠেছে। অবৈধ ক্ষমতাকে কেউ ছাড়তে চায় না, কারণ ক্ষমতার মজা একটি অগণতান্ত্রিক গণবিরোধী মনকে আরো বেশী লোভী করে তোলে।

বেশিদিন জোর করে ক্ষমতায় টিকে থাকাটা একটি অগণতান্ত্রিক শাসককে আরো বেশী স্বার্থপর, জেদি ও অহঙ্কারী করে তোলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সেটিরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা দেখেছেন রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হওয়া উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতারা তা নাকচ করে দিচ্ছেন। এটি রাজনীতির ভবিষ্যৎকে অনিশ্চিত ও অন্ধকারময় এবং সংঘাতপূর্ণ করে তুলবে। আর এজন্য সকল দায়িত্ব শাসকগোষ্ঠীর।

তিনি বলেন, আমরা আবারো আহ্বান জানাচ্ছি-দেশের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই, তাই অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সব দলের সাথে সংলাপ অতীব জরুরি।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test