E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সহায়ক সরকার গঠনে আলোচনার আহ্বান মওদুদের’

২০১৭ জানুয়ারি ২০ ১৫:৫৮:১৮
‘সহায়ক সরকার গঠনে আলোচনার আহ্বান মওদুদের’

স্টাফ রিপোর্টার : নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আলোচনার ধারাবাহিকতায় সহায়ক সরকার গঠনের জন্যও সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ সফল হবে আশা প্রকাশ করে মওদুদ বলেন, আমরা প্রত্যাশা করছি এরপর তিনি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সহায়ক সরকার গঠনে সংলাপের উদ্যোগ নিবেন। তা ব্যর্থ হলে আমাদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প পথ থাকবে না। ওই আন্দোলনেই সমাধান আনতে হবে।

‘যাদের কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না’ -সহায়ক সরকার এমনই হতে হবে, এ ধরনেরই সরকার চায় বিএনপি বলে জানান তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আমাদের প্রত্যাশা। উনি এমন লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন, যাদের উপর জনগণের আস্থা আছে এবং বিএনপি মনে করবে, তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ জিয়ার রাজনীতি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। তার ব্যক্তি জীবনের অভ্যাস ও নীতিগুলো অনুসরণ করলে আমরা রাজনীতিতে অনেক দূর এগিয়ে যেতে পারবো।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমদ আজম খান, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২০,২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test