E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির মনোভাব নির্বাচনে অংশগ্রহণেই বোঝা যাবে’

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ১৪:০২:৫৪
‘বিএনপির মনোভাব নির্বাচনে অংশগ্রহণেই বোঝা যাবে’

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কুটচাল কি না তা বোঝা যাবে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন কমিশন গঠন গ্রহণ ও নির্বাচনে অংশগ্রহণ করার সিন্ধান্তের মাধ্যমে বোঝা যাবে।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও তার শরিক দলগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক কার্যকলাপ করে আসছিল। কিন্তু তারপরও তারা সার্চ কমিটিতে অংশগ্রহণ করেছে। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের প্রস্তাবটা উত্থাপনের মধ্য দিয়ে তারা পুরো পরিস্থিতি একটা ঘোলাটে পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো.জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test