E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজনীতি করতে হলে রাস্তায় নামতে হবে’

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ২৩:২৫:২৪
‘রাজনীতি করতে হলে রাস্তায় নামতে হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, এ দেশের জনগণ এখন আর হাওয়া ভবনের  রাজনীতি চায় না। রাজনীতি করতে হলে রাস্তায় নামতে হবে। মার খেতে হবে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই উল্লেখ করে নাসিম বলেন, ২০১৯ সালে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সার্চ কমিটি গঠন হয়েছে। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে তা করেছেন। যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই খ্যাতিমান ব্যক্তি। বিচারকরা কোনো দল করেন না। কোনো শিক্ষক কী দল করেন? তারা পেশায় আছেন তাদের নিজেদের যোগ্যতা বলে। তারা সবাই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ।

নাসিম বলেন, সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচজন ব্যক্তির নাম ঠিক করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি এবং মন্ত্রীপত্নী বেগম লায়লা নাসিম।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্চিত কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগের আব্দুস সামাদ তালুকদার, হাজী ইসহাক আলী, দানিউল হক দানী, আব্দুল হাকিম জিহাদ আাল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test