E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচন যথাসময়ে হবে’

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ১৮:০৭:৩০
‘নির্বাচন যথাসময়ে হবে’

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনের মাঠে আসেন, খেলা হবে মাঠে। পালিয়ে বেড়াবেন না। রেফারি (সিইসি) নিযুক্ত হয়ে গেছে। জ্বালাও-পোড়া আর মানুষ হত্যা না করে নির্বাচনে অংশগ্রহণ করুন।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল মালেক উকিল মেডিকলে কলেজ সংলগ্ন নুরুল হকের নামে ৪০০ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বচ্ছ ও সুন্দর নির্বাচন কমিশন গঠন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে অশুভ শক্তি ও ৭১’র ঘাতকদের বিরুদ্ধে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। দুই বছরের কম সময় আছে। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এখন থেকে জনগণের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়নে টাকা লাগলে আরও টাকা দিবো কিন্তু নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীতে শেখ হাসিনার সরকার গঠন না করতে পারলে দেশে আবার হাওয়া ভবন হবে, দুর্নীতি হবে।

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য শাহজাহান কামাল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মলয় কান্তি চত্তবর্তী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. হানিফ প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৮ সালে চিকিৎসা বিষয়ক উচ্চশিক্ষা গ্রহণের লক্ষে সরকার নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের নামে আবদুল উকিল মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test