E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিইসি নুরুল হুদার দ্রুত পদত্যাগ চায় বিএনপি

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ১৬:১১:৫৫
সিইসি নুরুল হুদার দ্রুত পদত্যাগ চায় বিএনপি

টাঙ্গাইল প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষার নামে সরকার লোক দেখানো নির্বাচন কমিশন গঠন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সরকার সমর্থিত নির্বাচন কমিশনার দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষা পাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনও হবে না। তাই আওয়ামী লীগ সমর্থিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার দ্রুত পদত্যাগ চায় বিএনপি।

বুধবার দুপুরে ১৯৮৭ সালে বর্ধিত বাস ভাড়া আন্দোলনে নিহত আবু রায়হান জগলুর ৩০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির হরতালসহ বিভিন্ন কর্মসূচি পণ্ড করতে ছাত্রলীগ ও যুবলীগকে সরকার লেলিয়ে দিয়েছে। হল ও জমিদখল এবং টেন্ডারবাজিতে জড়িয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা নিজেরা নিজেদের হত্যা করছে।

তিনি আরও বলেন, এ সরকারের নিয়ন্ত্রণে বিচারিক আগ্রাসন চলছে। বিএনপি চেয়ারপারসনসহ প্রতিটি নেতাকর্মী এ আগ্রাসনের শিকার। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রতিটি নেতাকর্মীকে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজিরা দিতে গিয়ে না খেয়ে সারাদিন অপেক্ষা করতে হয়।

রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগ সরকারের হাতে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত। এখন গণমাধ্যমের স্বাধীনতা নেই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মিয়া মো. রাসেল, করিম সরকার, নিহত আবু রায়হান জগলুর ছোট ভাই মির্জা রফিক প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি বর্ধিত বাসা ভাড়া আন্দোলনে নিহত হন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মির্জা আবু রায়হান জগলু।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test