E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইসি গঠনে ফেরেশতা পাঠালেও বিএনপি দলীয় গন্ধ খুঁজবে’

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৬:১২:১৭
‘ইসি গঠনে ফেরেশতা পাঠালেও বিএনপি দলীয় গন্ধ খুঁজবে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা পাঠালেও বিএনপি তার মধ্যে দলীয় গন্ধ খুঁজবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘সার্চ কমিটি বরণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপি’র প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে। আল্লাহ ইবলিস শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও খুশি করতে পারবে না।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাতুলতা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অংশ না নিলে ফাঁসির মঞ্চে যাবেন। আমরা এমন হাঁটু ভাঙা বিএনপি দেখতে চাই না। সব কিছুতে কিন্তু খোঁজার চেষ্টা বন্ধ করেন।’

হকারদের পুনর্বাসনের প্রয়োজনীতা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘হকারদের সমস্যা সংশ্লিষ্টদের বসে বাস্তব সমাধান করতে হবে। উন্নত বিশ্বে হলিডে মার্কেট রয়েছে এখানেও এ ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া যেসব স্থানে হকার বসলে সাধারণ মানুষের সমস্যা হবে না, সে স্থানে তাদের ব্যবসা করার অনুমতি দেওয়া যেতে পারে।’

আয়োজক সংগঠকের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ শামসুল হক টুকু, হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test