E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতেই নির্বাচনে অংশ নেবে’

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৬:৩২:১৮
‘বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতেই নির্বাচনে অংশ নেবে’

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়ার ঝুঁকি থেকেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।

বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির অভিজ্ঞতা থেকেই একথা বলছি। এদেশকে যতোটা চিনি, বিএনপিকে যতোটা চিনি, সেই বাস্তবতা থেকে বলছি’।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, তার পরিণামে তাদেরকে যতোটা দুর্বল, এলোমেলো করেছে, ভবিষ্যতে তাদের রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সে ঝুঁকি তারা নেবে বলে বিশ্বাস হয় না’।

তিনি বলেন, ‘বিএনপি এবার সংসদেও নেই, রাজপথেও নেই। পরের বার তারা আবার সংসদেও থাকবে না, রাজপথেও থাকবে না- এ রকম অবস্থায় তাদের প্রাসঙ্গিক থাকার সম্ভ‍াবনা নেই। তাদেরও অনেক বুদ্ধিমান নেতা আছেন। এ ঝুঁকি তারা নেবেন না’।

নেতিবাচক মানসিকতার কারণেই নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি অসন্তোষ প্রকাশ করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি ‘মানি না, মানবো না’ মানসিকতার মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির মধ্যে একটি নেতিবাচক ধারা ঢুকেছে। এর মধ্য থেকে তারা বের হতে পারছে না’।

নবগঠিত নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, আমরা একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সব ধরনের সহযোগিতা দেবো’।

তিনি বলেন, ‘আমরাও চাই, এই সরকারের আমলে নারায়ণগঞ্জে যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও সে নির্বাচনের মতো সবার কাছে সুন্দর ও গ্রহণযোগ্য হোক’।

আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচনকালীন সরকারের রূপরেখাও দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকার কোনো মেজর পলিসি বা ডিসিশন (গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত) নেবে না। এবং কোনো গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেবে না। দৈনন্দিন কাজ করবে’।

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারি দলে থেকেও এ প্রস্তাব আমরা করেছি’।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test