E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য নতুন ফন্দি খুঁজছে’

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৬:৫০:১৩
‘বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য নতুন ফন্দি খুঁজছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য নতুন ফন্দি খুঁজছে। যার কারণে নির্বাচন কমিশন নিয়ে অবান্তর কথা বলছে দলটি। তারা জানে নির্বাচনে গেলে পরাজিত হবে। যার কারণে নবগঠিত নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। ২০১৪ সালের মতো বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে পুরোপুরি বিলীন হয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় নৌ-পর্যটন উন্নয়ন উপলক্ষে মেরি এন্ডারসনের স্থানে সোনারগাঁও ভাসমান রেস্তোরাঁ ও বার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পোশাক শিল্পের পর বাংলাদেশে একদিন পর্যটনও শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, পর্যটন এখন শুধু বিনোদন নয়, বড় ধরনের শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। পর্যটনকে শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আর পর্যটন শিল্পকে উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। পর্যটনের উন্নয়নের অন্যতম হচ্ছে রাজনৈতিক স্থিতিশীল। তাহলে বাংলাদেশের পর্যটন খাত অগ্রসর হবে। একজন পর্যটকের জন্য ১১ জনের কর্মসংস্থান তৈরি হয়। যেখানে অর্থনৈতিক বৃদ্ধি করবে।

মন্ত্রী আরও বলেন, পর্যটন খাতে যেভাবে উন্নয়ন হচ্ছে শুধু বাংলাদেশ নয় এক সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া সম্ভব। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে এই প্রথম সমুদ্র ভ্রমণ চালু হতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা জাহাজ নিয়ে বাংলাদেশে আসবে। তারা সুন্দরবন, কক্সবাজার মহেশখালী অবস্থান করবেন। এই পর্যটকরা বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ডা. অপরুপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ`র চেয়ারম্যান এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী জ্ঞানরঞ্জন শীল, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পরিচালক আতাহার আলী, বাংলাদেশ পর্যটনের পরিচালক মিজানুর রহসান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নৌমন্ত্রী শাজাহান খান নদীকে দেশের মা আখ্যায়িত করে বলেন, নদী যারা দূষণ এবং দখল করে তারা মানুষ নয় অমানুষ। যারা ৭১ সালে আমাদের মা বোনদের হত্যা করেছে তারা যেমন রাজাকার। তেমনি নদী আমাদের মা, এই নদী যারা দখল এবং দূষণ করে তারা এই আমলের রাজাকার। দূষণ ও দখলকারীদের রাজাকার বললে ভুল হবে না।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test