E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিহারি নেতাদের দাবির প্রতি আশ্বাস নানকের

২০১৪ জুন ১৭ ১৭:৩৬:৪৯
বিহারি নেতাদের দাবির প্রতি আশ্বাস নানকের

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবীর নানকের সঙ্গে বৈঠক করেছেন মিরপুরের কালশীর বিহারির ক্যাম্পের নেতারা।

এ বৈঠকে বিহারি নেতারা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। পাশাপাশি এসব দাবি ‘সাধ্যমতো’ বাস্তবায়নের আশ্বাসও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে মোহাম্মদপুরের শ্যামলীর রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত শবে বরাতের শেষ রাতে মিরপুরের কালশীর বিহারি ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ জন মারা যান। এ ঘটনার পর বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সাতজনকে বিভিন্ন মামলায় ২ দিন করে রিমান্ড নিয়েছে পুলিশ।

আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন এইচটিজিআরসি’র নেতারা বৈঠকে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার, নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ, আটককৃতদের মুক্তি দাবি করেছেন।

এ দাবির প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর কবীর নানক বলেন, যদি আটককৃতদের বিরুদ্ধে পুলিশের সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সুপারিশ করবেন।

এছাড়াও এইচটিজিআরসি নেতারা বৈঠকে দাবিগুলো ৭২ ঘণ্টার মধ্যে মেটানোর দাবি জানিয়ে বলেন, না হলে তারা অনশন, মানববন্ধন, স্মারকলিপি দেওয়ার মতো নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবেন।

এ সময় তারা ৭২ ঘণ্টার আগে কেনো ধরনের বিশঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারেও নানককে আশ্বস্ত করেন।

পাশাপাশি এ হত্যাকাণ্ডের ঘটনা যেন কোনোভাবেই রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহৃত না হয়, বিহারি নেতারা সরকারের এ আহ্বানও জানান।

(ওএস/এটিআর/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test