E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাময়িক বহিষ্কার আ.লীগের ৩ নেতা

 

২০১৭ মার্চ ১২ ১৩:৫৫:২২
সাময়িক বহিষ্কার আ.লীগের ৩ নেতা
 

স্টাফ রিপোর্টার : শৃঙ্খলাবিরোধী ও দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে তিন জেলার আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

রোববার দুপুরে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ওই তিন নেতা সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হন। এ কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অর্পিত ক্ষমতাবলে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এই সংক্রান্ত চিঠি আজ ডাকযোগে অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া সংগঠন থেকে কেন তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তার লিখিত জবাব আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test