E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুবলীগের সন্ত্রাসীরাই কালশিতে আগুন দেয়: রফিকুল

২০১৪ জুন ১৮ ১৪:৫৪:০০
যুবলীগের সন্ত্রাসীরাই কালশিতে আগুন দেয়: রফিকুল

স্টাফ রিপোর্টার : মিরপুরে বিহারী ক্যাম্পের অগ্নিসংযোগ ঘটনায় স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ‘গণ মাধ্যমই স্বৈরাচারের প্রথম শিকার’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম মিয়া বলেন, জমি দখলের জের ধরে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা বিহারী ক্যাম্পের বসবাসকারীদের হুমকি দেয়। এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালে যুবলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগ কর।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে। আমাদের এখন সামনের দিকে অগ্রসর হতে হবে। পিছনের দিকে অগ্রসর হলে চলবে না। জেল-জুলুমের ভয় করলেও চলবে না। কারণ দেশের গণতন্ত্র আজ ধ্বংসের মুখে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাগর-রুনি হত্যার বিচারের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রফিকুল ইসলাম মিয়া।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকারের কয়েক ব্যক্তি দেশের জাতীয় সম্পদ গ্রাস করছেন। এভাবে চলতে থাকতে দেশের আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

আয়োজক সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব এম এ আজিজ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test