E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামমোর্চা-বাসদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

২০১৭ মার্চ ১৫ ১৩:১০:০৭
বামমোর্চা-বাসদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

স্টাফ রিপোর্টার : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামমোর্চা ও বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সূত্র জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল গণতান্ত্রিক বামমোর্চা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)। দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বামমোর্চা ও বাসদকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি ণিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের সময় প্রেস ক্লাবসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test