E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুষ্ঠু নির্বাচনই জঙ্গিবাদের সমাধান’

২০১৭ মার্চ ১৯ ১২:৩৮:১০
‘সুষ্ঠু নির্বাচনই জঙ্গিবাদের সমাধান’

ঠাকুরগাঁও প্রতিনিধি : একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনেই জঙ্গিবাদের সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ যেকোনো সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সে কারণেই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো প্রশ্রয় পায় নাই। সেজন্য আমরা বরাবরই বলছি যে, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্যদিয়ে এ সমস্যার সমাধান হতে পারে।”

রোববার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, সুষ্ঠ নির্বাচন দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মানুষের অধিকারগুলোকে দিতে হবে এবং একত্র ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য পরিবেশ তৈরি করতে হবে সরকারকে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test