E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগামী ৪০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা’

২০১৭ মার্চ ২২ ২০:০১:০১
‘আগামী ৪০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা’

নোয়াখালী প্রতিনিধি : অতীতের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকান্ড, মানুষ পুড়িয়ে হত্যা, দেশকে অরাজ্যকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার কারণে বাংলাদেশের জনগণ বিএনপিকে বর্জন করেছে। তাই আগামী ৪০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন অব্যহত রয়েছে, জামায়াত বিএনপির জ্বালাও পুড়াও থেকে আজ দেশের মানুষ ২২মার্চ বুধবার সুবর্ণচর উপজেলা চর আমান উল্যাহ  ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় চর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এম.পি ।

তিনি আগামী সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদেরকে দলীয় রেশারেশি ও হিংসা বিদ্বেষের উর্দ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চর আমান উল্যাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চর আমান উল্যাহ ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াদুদ পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, সুবর্ণচর উপজেলার সাধারণ সম্পাদক ও ৫নং চর জুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল মান্নান মানিক সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা, বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী সুবর্ণচর উপজেলার বিশিষ্ট শিল্পপতি আবুল কাশেম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহব্বায়ক এডভোকেট আবুল বাসার, ১নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল্লাহ বি.এস.সি, জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ আব্দুর রব, ২নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুর্বণচর উপজেলার ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রাজিব,২নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, সুবর্ণচর উপজেলার আহব্বায়ক আমির খসরু মাহমুদ, ইউপি সদস্য খলিল ও ইউপি সদস্য দুলাল মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন, ভূমিহীন নেতা শফিক উল্ল্যাহ, ১ নং চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার ছাত্রলীগ নেতা স্বপন, আজাদ, উপজেলা যুবলীগ নেতা সিরাজ, ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, স্থানীয় চর আমান উল্যাহ ইউনিয়ন নেতা নারায়ণ, নাসিরম জসিম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন লিটন চন্দ্র দাস।

(এমআইইউ/এএস/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test