E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে’

২০১৭ মার্চ ২২ ২০:৪১:০৭
‘জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে’

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশ গ্রহনে হতে হবে। প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবেনা।

তিনি মঙ্গলবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, বিএনপি’র সাবেক মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়দুর রহমানের ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান সরকার দেশে খুন, গুম ও লুন্ঠনের রাজত্ব কায়েম করেছে। এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগন মুক্তি চায়।

উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ওবায়েদ কন্যা শামা ইসলাম রিংকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদাররেছ আলী ইছা, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোনে জুয়েল, সাবেক সংসদ সদস্য সরদার নাসিরউদ্দিন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশ, উপজেলা বিএনপি’র উপদেষ্টা গিয়াসউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু প্রমুখ।

(এনএস/এএস/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test