E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে’

২০১৭ মার্চ ২৩ ১৪:৫৭:৪৭
‘জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আমাদেরকে ঘায়েলের চেষ্টা করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আসল রহস্য হচ্ছে এখানে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। জঙ্গিবাদকে মোকাবিলায় যেখানে সব রাজনৈতিক দল ও মানুষকে এক করে প্রতিহত করতে হবে, অথচ সেখানে দেখছি জঙ্গিবাদ নিয়ে কোনো কথা বলা যাবে না। উপরন্তু কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

জঙ্গিবাদ নির্মূল করতে চাইলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এর রহস্য উদঘাটনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা বাংলাদেশের বিপন্ন করতে চায় তাদের মোকাবিলা করতে হবে। এখন চুপ করে বসে থাকার সময় নেই। মুখ বুজে চুপ করে থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করতে পারব না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন স্বাধীন আছি কি না-সেটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা নেই। অর্থনৈতিক স্বাধীনতা হুমকির মুখে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো নিঃসন্দেহে জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে।’

নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার দিতে হবে, অন্যথায় দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই বিভক্তি, অত্যাচার, নির্যাতন বাদ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আলোচনা করুন।’

তিনি বলেন, ‘সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থবিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না। কারণ দীর্ঘকাল ধরে এদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়িয়েছে।’

সরকার ক্ষমতায় টিকে রাখতে একটার পর একটা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test