E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের সুশীল সমাজ ঐক্যবদ্ধ নয় : হাছান মাহমুদ

২০১৪ জুন ১৯ ১৫:০৬:৪৩
বাংলাদেশের সুশীল সমাজ ঐক্যবদ্ধ নয় : হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সুশীল সমাজ ঐক্যবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ স্প্রেক্ট্রা কনভেনশন সেন্টারে জলবায়ু পরিবর্তনে লার্নিং-শেয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, সুশীল সমাজ ও জনসাধারণের কণ্ঠস্বর এক হলে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের নীতি প্রণয়ন সহজ হবে। কিন্তু সুশীল সমাজের অনেকেই রাজনৈতিকভাবে পক্ষপাত‍দুষ্ট। দেশের অনেক অর্থনৈতিক ইস্যুতেই তাদের সমালোচনার সঠিক প্রতিফলন ঘটেনি। এ ধরনের সমালোচনা আমাদের হতাশ করে এবং কাজের গতি কমিয়ে আনে।

সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা সরকারের সঙ্গে এক হয়ে কাজ করলে জলবায়ু পরিবর্তন রোধে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব হবে।

সম্মিলিত কাজই সব ধরনের সফলতা আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এটিআর/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test