E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে’

২০১৭ এপ্রিল ০৩ ১৭:০২:০৭
‘বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘ভারতের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। ২০০৪ সালে আপনারা চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন কেন?’

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

আগামী বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওলামা সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শাখা এ বর্ধিত সভার আয়োজন করে।

হানিফ বলেন, ‘হঠাৎ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে বিএনপি। তারা বলছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে নাকি দেশের সব ধরনের সামরিক তথ্য ভারতের সামরিক বাহিনীর হাতে চলে যাবে!’

‘সামরিক চুক্তি করলে যদি তথ্য চলে যায়, তাহলে ২০০৪ সালে আপনারা চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিলেন কেন? তথ্য দেয়ার জন্যই কী তখন সামরিক চুক্তি করেছিলেন?’ বিএনপির প্রতি প্রশ্ন রাখেন এই আওয়ামী লীগ নেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্য সরকার জঙ্গিবাদবিরোধী তৎপরতাকে ‘অভিনব কৌশল’ হিসেবে বেছে নিয়েছে।

রিজভীর ওই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘ভারত সফরের সঙ্গে জঙ্গির সম্পর্ক কী? ২০১১ সালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে চুক্তির কারণে এখন বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা পালিয়ে ওখানে গিয়ে থাকতে পারে না।’

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে মাদকের ছড়াছড়ি করে গেছেন’ এমন দাবি করে তিনি বলেন, ‘১৯৭৭ সালে জিয়াউর রহমানই মাদকের লাইসেন্স দিয়ে গেছেন। একদিনে দেশের তিনশ’ থানায় মদের লাইসেন্স দিয়েছিলেন তিনি। আজ মাদকের ছড়াছড়ির জন্য বিএনপিই দায়ী।’

ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test