E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আইনের শাসনের অভাবে মানুষ নির্যাতিত হচ্ছে’

২০১৭ এপ্রিল ০৬ ১৫:৪০:১৮
‘আইনের শাসনের অভাবে মানুষ নির্যাতিত হচ্ছে’

স্টাফ রিপোর্টার : ‘দেশে আইনের শাসনের অভাবে মানুষ নির্যাতিত-নিপীড়িত হচ্ছে। জনগণকে রক্ষা করার কথা যাদের তারাই আজ ভক্ষক হয়ে গেছেন। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আজ দেশে আইনের শাসন বাস্তবায়নের অভাবে বিচার বিভাগও নীরব থেকে যাচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘কোন দেশে কী আছে! যারা মানুষকে রক্ষা করবে সেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ ভক্ষকে পরিণত হয়েছে।’

খসরু বলেন, ‘বাংলাদেশের গুম, খুন ও হত্যার ঘটনা এখন আর অভ্যন্তরীণ বিষয় নয়, এটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। গুম, খুন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এটা শুধু বাংলাদেশের মানুষকে ক্ষত-বিক্ষত করছে না বরং বিশ্বের শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষকে ক্ষত-বিক্ষত করছে।’

তিনি আরও বলেন, ‘আজ মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়িত বাংলাদেশ সরকারকে বলছে, আপনারা এ গুম, খুন, বিচারবর্হিভূত হত্যা, নিপীড়ন বন্ধ করুন। এর পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা তারা সে বিষয়েও পরিষ্কার করে বলছে। তারা (আইন-শৃঙ্খলা বাহিনী) শুধু গুম, খুন ও হত্যা চালিয়ে যাচ্ছে না, তারা বিচারের আওতার বাইরেও থেকে যাচ্ছে। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনী যে গুম, খুন করছে এটা বিশ্বব্যাপী স্বীকৃত।’

র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি সুইডেনের একটি রেডিওতে যে তথ্য-উপাত্ত প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে সত্য আরও বেশি প্রকাশিত হয়েছে। আজ বাংলাদেশের সবাই জানে দেশের প্রতিটি গুম, খুন করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর চেয়ে বড়কথা হচ্ছে, এসব অপরাধের সঙ্গে জড়িতরা সবাই চিহ্নিত। সবাই জানে এবং চেনে, কাদের নির্দেশে এ গুম ও খুন হচ্ছে? তারা যে আইনের আওতার বাইরে সেটাও বাংলাদেশের মানুষ জানে এবং বিশ্ব সমাজের কাছে তা পরিষ্কার হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আজকের প্রেক্ষাপটে ক্রসফায়ার, মিথ্যা মামলা, জেল এবং নির্বাচিতদের বরখাস্ত করার যে ইতিহাস এ দেশ গড়ে তুলেছে, সেই দেশের আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণযোগ্যতা নেই।’

সরকার গায়ের জোরে সবকিছু উপক্ষো করে দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এসপি/এপ্রিল ৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test