E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামীলীগ সবসময় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে’

২০১৭ এপ্রিল ০৬ ২০:২০:১২
‘আওয়ামীলীগ সবসময় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে’

সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি ভারতের সাথে আলোচনার ভিত্তিতে অমীমাংতি সমস্যা গুলোর সমাধান করেছেন। বিএনপি ভারতবিদ্বেষী শ্লোগান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কোন সমস্যার সমাধান করতে পারেনি।

তিনি এও বলেছেন, আওয়ামীলীগ সবসময় প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে। ইতিপূর্বে ছিটমহল সমস্যা সমাধান, সমুদ্রসীমা উদ্ধারসহ অনেক বিষয়ই শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এবারও তার অন্যথা হবে না। দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারত সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। এছাড়াও এই সফরে বেশ কয়েকটি বিষয়ের শান্তিপূর্ণ সমাধান হবে।

তিনি বলেন, বিএনপির স্বভাব সকল কাজেরই বিরোধীতা করা। এরই ধারাবাহিকতায় তারা প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে নানা ধরণের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যচ্ছে। বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়ে বলেছেন, ডাক্তার আর নার্সরা যদি নিয়মিত দায়িত্ব পালন না করে তাহলে এত আধুনিক হাসপাতাল তৈরি করেও রোগীকে সেবা দেয়া সম্ভব নয়। এ সময় পরে মন্ত্রী সদর উপজেলার শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি সন্ধ্যায় ছোনগাছা ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামে ৯৫ পরিবারে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। রাতে কাজীপুরে শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।২৫০ শয্যা বিশিস্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন ও রোগীদের সেবার মান সরেজমিন পরিদর্শন শেষে চিকিৎসক, সেবিকা ও-কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভা হাসপাতালের নবনির্মিত ভবনের হররুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন । আরও বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল অধ্যাপক রেজাউল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা । আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম,প্রকল্প পরিচালক ডাৎ বাকির হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, এ্যাড.কে এম হোসেন আলী হাসান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, দানিউল হক দানী যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চীনু, সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুল হাকিম, স্বেচ্চা সেবকলীগের জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল,ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন উপস্থিত ছিলেন প্রমুখ।২৫০ শয্যা বিশিস্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন ও রোগীদের সেবার মান সরেজমিন পরিদর্শন শেষে চিকিৎসক, সেবিকা ও-কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি জনগণকে সেবা দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন -প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য সেবা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। বর্তমান সরকার চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা স্বাস্থ্যসেবায় এগিয়ে রয়েছি। একসঙ্গে ৬ হাজার ডাক্তার, ১০ হাজার নার্স নিয়োগ, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সীমিত সম্পদ দিয়ে জনগণের সেবা করার আহবান জানিয়ে যে সকল পদ খালি রয়েছে অবিলম্বে সেগুলো পুরণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

(এমএস/এএস/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test