E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না’

২০১৭ এপ্রিল ০৯ ১৪:০৪:৪৫
‘জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে নতজানু হয়ে প্রতিরক্ষা বিষয়ক সমঝোতার যে গোলামীর স্বাক্ষর করেছে বাংলাদেশের জনগণ সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই, দেশবিরোধী কোনো চুক্তি মানি না’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষাবিষয়ক চুক্তি প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই চুক্তিতে দেশের সম্মতি নেই। জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। আমরা আমাদের প্রতিরক্ষা নিজেদের মতো সুন্দর করে সাজাব। ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঢুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই চু্ক্তিটি করতে বাধ্য করেছে। গতকালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘ভারতকে মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দল তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এটি বাংলাদেশ নয়, এটি জনসমর্থনহীন একটি রাজনৈতিক দল।’

ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে নেই, আছে শুধু বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে- এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভারত তাদের পছন্দের দল পছন্দের শাসককে আজীবন ক্ষমতায় রাখতে চান, যার কারণে তাদের ইচ্ছামতো ব্যবহার করছেন। তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা তাদের দয়ার দান। কিন্তু তারা জানে না বাংলাদেশ নেপাল, ভুটান, সিকিম নয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে নিজস্ব স্বকীয়তায়।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘সরকারের অগণতান্ত্রিক আচরণে জনগণ আজ চারদিক থেকে ফুঁসে উঠেছে। তারা আর সহ্য করতে পারছে না। আগামী দিনে তারা যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ঝাপিয়ে পড়বে।’

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test