E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চর দখলের মতোন কেন্দ্র দখল হয়েছে : রিজভী

২০১৭ এপ্রিল ১৬ ১৯:৫৮:৪৯
চর দখলের মতোন কেন্দ্র দখল হয়েছে : রিজভী

স্টাফ রিপোর্টার : দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, রবিবার ইউপি নির্বাচনগুলোতে ‘চর দখলের মতো’ যেভাবে কেন্দ্র দখল হয়েছে, এতে প্রমাণিত হয় নিরপেক্ষ সরকার ছাড়া এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ভাসানটেক থানা (ঢাকা উত্তরের) মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের তল্পিবাহক। তার প্রমাণ আজকে সারা দেশে ১৫৬টি ইউপি নির্বাচন। পটুয়াখালী, সিরাজগঞ্জ ও চট্টগ্রামে জোর করে চর দখলের মতো প্রশাসন ও সরকারি গুণ্ডাবাহিনী আওয়ামী লীগের প্রার্থীদের পাস করানোর জন্য সব কেন্দ্র দখল করে নিয়েছে।’

‘আমরা আগেই বলেছি, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের তল্পিবাহক। আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মতো একই কাজ করবে। জনগণ ভোট দিতে যেতে পারবে না। এরপরও যে ভোট পড়বে, সে ভোট চলে যাবে জাদুঘরে’, বলেন তিনি।

নতুন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিএনপির আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, ‘আমরা বারবার বলেছিলাম, প্রধান নির্বাচন কমিশনার আপনি আওয়ামী লীগের দলবাজ হিসেবে পরিচিত হবেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তিগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত সফর করে শেখ হাসিনার অর্জন হিন্দি ভাষা। সবকিছু বিসর্জন দিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দাদাদের সহযোগিতায় আবারও ক্ষমতায় যেতে তিনি গোলামি চুক্তি করে এসেছেন।’

মহিলা দল উত্তরের সাধারণ সম্পাদক আমেনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, দক্ষিণের সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুর নাহার, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কমিশনার রোকেয়া সুলতানা তামান্না, সাবেক কমিশনার রাবেয়া আলম, কাউন্সিলর খালেদা আলম, ভাসানটেক থানা বিএনপি নেতা বজলুর রহমান বজলু, হাজী লেয়াকত আলী, আমির হোসেন আমির, শহিদুল ইসলাম সোহেল, ভাসানটেক থানা মহিলা দলের আহ্বায়িকা বুলবুল নাহার বুলু, যুগ্ম আহ্বায়িকা খুরশেদা বেগম, সাবেরা বেগম ডলি প্রমুখ।

রবিবার দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়েছে। নতুন কমিশনের অধীনে এটি প্রথম ইউপি নির্বাচন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মেদ খান জানান, ‘কমিশন ১৭৪টি ইউপিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করেছিল। আদালতের নির্দেশে প্রায় দেড় ডজন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ১৫৬টি ইউপিতে ভোট হয়েছে।

(ওএস/অ/এপ্রিল ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test