E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হেফাজতকে বশে আনার চেষ্টা করছে সরকার

২০১৭ এপ্রিল ১৮ ১৩:৩৫:৪৭
হেফাজতকে বশে আনার চেষ্টা করছে সরকার

স্টাফ রিপোর্টার : হেফাজতকে বশে এনে সরকার তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ‘হঠাৎ’ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল সফর শেষে এ ব্যাপারে বিএনপির অবস্থান তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

কিন্তু প্রাসঙ্গিক বিষয়ের বাইরে গিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি বিভিন্ন ইসলামিক দলসহ হেফাজতকে কাছে টানার চেষ্টা করছে আওয়ামী লীগ-এ ব্যাপারে বিএনপির অবস্থান কী?

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কথা এক রকম, কাজ এক রকম- যেটা আওয়ামী লীগ খুব সুন্দর করে পারছে আর কী। পিটিয়ে-পুটিয়ে শেষে বলে, আস তোমাদের সঙ্গে বন্ধুত্ব করি, ভালোবাসা করি- এগুলোর মধ্যে আমরা সহজে যাই না।

আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। হেফাজত ইসলাম তখন যে দাবিগুলো করেছিলো, তার মধ্যে কিছু কিছু দাবি আমরা যুক্তিসম্মত মনে করেছিলাম, সেগুলোকে সমর্থন দিয়েছিলাম। যে কাজটা উনারা এখন করলেন ঢাক-ঢোল পিটিয়ে, হেলিকপ্টার দিয়ে উড়িয়ে নিয়ে আসলেন, মাওলানা শফি ও অন্যান্য নেতাদের পাশে বসিয়ে, সুন্দর করে খাবার-দাবার তুলে খাওয়ালেন-ভালো কথা।

হসপিটালিটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য। কিন্তু কী করলেন, অতীতে যেটা হয়ে গেছে, সেটাই উনারা করলেন। আমাদের আমলে তো দাওরায় হাদিসকে মাস্টার্স’র মযার্দা দিয়ে গেজেট নোটিফিকেশন হয়ে গিয়েছিলো-বলেন ফখরুল।

তিনি বলেন, আমরা সব সময় ন্যায়ের সঙ্গে আছি। ন্যায়সম্মত দাবির প্রতি আছি এবং আমরা মনে করি যে, মাদ্রাসা শিক্ষাকে আধুনকি করা দরকার। বর্তমান পৃথিবীর উপযোগী, তাদের যেন চাহিদা অনুযায়ী কাজে লাগাতে পারি, তারা যেন ওয়ার্কিং ফোর্স হিসেবে কাজ করতে পারে-আমরা সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই।

হেফাজতের সঙ্গে এই সম্পর্ক তৈরির ঘটনা কী দ্রুত নির্বাচনের আভাস দিচ্ছে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমনটি আমরা মনে করি না। কারণ, ক্ষমতার যাওয়ার জন্য তাদের তো আর ভোটের প্রয়োজন হয় না। ভোট ছাড়াই তো তারা ক্ষমতায় যেতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত। প্রয়োজন কেবল নির্বাচনকালী নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। এ দু’টি বিষয় হলেই আমরা নির্বাচনে অংশ নেব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ, কৃষিবিদ ও বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test