E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজনীতিতে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পক্ষরা’

২০১৭ এপ্রিল ২৩ ১১:৪৭:৩৫
‘রাজনীতিতে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পক্ষরা’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতিতে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পক্ষরা। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার- এ মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করার’ দাবিতে ঢাকা মহানগর জাসদ এ মানববন্ধনের আয়োজন করে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে শিরীন আখতার এমপি ও দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গি, যুদ্ধাপরাধী ও রাজাকারদের সঙ্গে সম্পর্ক রাখে, সংবিধানের চার নীতি মানে না, স্বাধীনতার ঘোষণা ও বঙ্গবন্ধুকে মানে না, ত্রিশ লাখ শহীদ ও ২৫ মার্চের কালোরাত মানে না, তাদের সঙ্গে রাজনৈতিক লেনদেন আত্মঘাতী এবং গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, আমরা যখন জঙ্গি দমনের যুদ্ধে একটার পর একটা সাফল্য অর্জন করছি, তখন তাদের দোসররা গণতন্ত্রের দোহাই দেয়ার সুযোগ নিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা যতদিন রাজনীতিতে সক্রিয় থাকবে, ততদিন দেশে জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদন হতে থাকবে।

(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test