E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যেকোনো মুহূর্তে সরকার পতন হতে পারে’

২০১৭ এপ্রিল ২৬ ১৩:৩১:১৪
‘যেকোনো মুহূর্তে সরকার পতন হতে পারে’

স্টাফ রিপোর্টার : যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘এই সরকার সব দিক থেকে ব্যর্থ। ভারত সফরে দেশটিকে বাংলাদেশের সবকিছু বিকিয়ে দেয়ায় জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেকোনো মুহূর্তে তাদের পতন ঘটতে পারে। কারণ তাদের সময় ফুরিয়ে এসেছে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে চায় মন্তব্য করে দুদু বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়, তার পরিবেশ সৃষ্টি করতে হবে এই সরকারকেই। সেটি করতে ব্যর্থ হলে তুমুল গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ হাওর অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় মন্ত্রী এবং তার সচিব সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই ব্যর্থতার দায়ে আমরা তাদের পদত্যাগ দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘হাওর অঞ্চলে বিপর্যয় সরকারের দুর্নীতির অংশ। যথা সময়ে তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test