E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ’

২০১৭ এপ্রিল ২৯ ১৩:৫৮:৪৭
‘হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ ও ব্যর্থতার নগ্ন ইতিহাস। হাওরবাসী সরকারের এই ব্যর্থতা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরও সরকার অসহায় হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত হাওরের মহাবিপর্যয়কে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা এবং হাওরবাসীকে রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সরকারের ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে যার কারণে তারা এখনও হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণা করছে না এমন অভিযোগ করে শামসু্জ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা টেন্ডার নিয়ে ঐ সমস্ত এলাকায় কাজ করেছেন। তাদের দুর্নীতি প্রমাণ হওয়ার ভয়েই সরকার এখনও হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করছে না।

এ সময় তিনি সরকারের প্রতি হাওর অঞ্চলগুলোকে অনতিবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার জোর দাবি জানিয়ে বলেন, এখন বিভেদের সময় নয়। কেন আপনারা বিরোধী দলকে ত্রাণ তৎপরতায় সহযোগিতা না করে প্রধানমন্ত্রী যাবেন বলে বাধা দিচ্ছেন? বাধা না দিয়ে দুর্গত এলাকা ঘোষণা করে বিরোধীদলগুলোর ত্রাণ তৎপরতায় সহযোগিতা করুন।

হাওর অঞ্চলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া না যাওয়ায় প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমন প্রশ্নের সমালোচনা করে দুদু বলেন, সর্ব প্রথম হাওর অঞ্চলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন, তার আগে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ছাড়া কেউ যায়নি। তিনি ওবায়দুল কাদের আমাদের অগ্রজ বড় ভাই একটু বেশি কথা বলেন, কিন্তু বেশি কথা বললে যে বেশি ভুল হয় তিনি মাঝে মধ্যে ভুলে যান। আমরা তার কাছে জ্ঞান সমৃদ্ধ দায়িত্বশীল কথা আশা করি।

আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের সদস্য সচিব শহীদুন্নবী ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test