E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না’

২০১৭ এপ্রিল ৩০ ১১:৪১:২৩
‘হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না’

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে কখনোই রাজনীতিতে জড়াবে না, ভোটের রাজনীতিতে কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন যোগাবে না। সুতরাং সংসদীয় নির্বাচনে প্রার্থী দেওয়া বা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করার খবর সম্পূর্ণই উদ্দেশ্যমূলক মিথ্যাচার।

শনিবার রাতে সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি হেফাজতে ইসলামকে রাজনীতির সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদ জানান ও এর নিন্দা করেন।

তিনি বলেন, ‘দায়িত্বশীলতার জায়গা থেকে গণমাধ্যমের উচিত, হেফাজত সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ের যে কোনো বিষয়ে খবর প্রচারের আগে সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে সরাসরি বক্তব্য নিয়ে নিশ্চিত হওয়া এবং যে সকল নেতার বক্তব্য নেয়া হয়, সেটাকে কোনো পরিবর্তন না করে যথাযথভাবে প্রকাশ করা।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেতে চাই, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে আমরা বার বার স্পষ্ট করে বলে আসছি যে, হেফাজত সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় ও আদর্শিক একটি সংগঠন। হেফাজতে ইসলাম ঈমান-আক্বীদা ও ইসলাম ধর্মীয় বিষয়, দেশাত্মবোধ ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাবে। যেসব ব্যক্তি বিশেষ ও রাজনৈতিক দল ঈমান-আক্বীদা, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন এবং দেশের স্বার্থে কাজ করবে, তারা পরোক্ষভাবে হেফাজতের আন্দোলনের কারণে উপকৃত হবে। তবে হেফাজত কখনোই রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনীতিতে জড়াবে না। ভোটের রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে সমর্থনও যোগাবে না।’

তিনি বলেন, ‘হেফাজতের কোনো কার্যক্রমে গোপনীয়তা নেই। আমাদের সকল কার্যক্রম স্পষ্ট ও প্রকাশ্য। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেমন আমাদের বিশেষ কোনো সখ্য নেই, তেমনি শত্রুতাও নেই। ঈমান-আক্বীদা এবং ধর্মীয় বিষয় ও জাতীয় স্বার্থের প্রয়োজনে আমরা যে কারো সাথে কথা বলার অধিকার রাখি। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজার কোনো সুযোগ নেই।’

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test