E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে জাস্টিস নেই: এরশাদ

২০১৪ জুন ২১ ১৭:৩৮:৪৩
দেশে জাস্টিস নেই: এরশাদ

রাজশাহী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ এখন আতঙ্কে থাকে, কখন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গুম করে ফেলে। দেশে জাস্টিস নেই। সরকারি দলের লোকও যদি খুন হয়, থানায় মামলা করতে গেলে, পুলিশ মামলা নেয় না।

শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ডাক্তার কাইছার রহমান’ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘এসব কারণে মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশে খুন, গুম ও অপহরণের ঘটনায় সরকারদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দেশে আবারও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।

বর্তমান প্রেক্ষাপটে একমাত্র জাতীয় পার্টিই পারে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ স্বপন প্রমুখ। এছাড়া ৫৯০ জন কাউন্সিলর ও পাঁচ হাজার ডেলিগেট এতে অংশ নেন।

(ওএস/এটিআর/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test