E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপাল দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে: রিজভী

২০১৭ মে ০৬ ১৫:১৬:২২
রামপাল দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে: রিজভী

স্টাফ রিপোর্টার : পশুর নদীর তীরে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কয়লা পোড়ানোর পার্শ্ব প্রতিক্রিয়ায় সুন্দরবনের জীব বৈচিত্র ধ্বংস হবে, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারাবে, নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হবে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দেশের বর্তমান রাজনীতি, দলীয় অবস্থান ও ঐক্য বিষয়ে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এ প্রতিনিধি সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্র চাই, তবে সুন্দরবনের কোলে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দিয়ে এই অক্সিজেন কারখানাটি বাঁচানো যাবে না। লক্ষ্য কোটি মানুষের প্রতিবাদের মুখেও অগণতান্ত্রিক, জননিন্দিত সরকার শুধুমাত্র ভারতকে খুশি করতে এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় রয়েছে।

প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে রিজভী বলেন, এর মধ্য দিয়ে আমাদের প্রিয় স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছে। এতে স্বাধীনতা প্রিয় মানুষ ক্ষুব্ধ হয়েছে। বিএসএফ প্রতিদিন বাংলাদেশিদের হত্যা করছে। সামরিক চুক্তির অর্থ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক রাখা।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আর সে জন্যই বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এমন কিছু করবো না।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে প্রতিনিধি সভায়, বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, আমিরুল ইসলাম খান আলীম, খুলনার সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, নগর বিএনপির সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তুজা, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, খুলনা মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এসএম আরিফুর রহমান মিঠু।

(ওএস/এসপি/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test