E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে’

২০১৭ মে ০৬ ২০:৩৭:০৩
‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে’

স্টাফ রিপোর্টার : সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি আবার সন্ত্রাসের পথে হাঁটে তবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। এ কথাটা স্পষ্ট বলতে চাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার কেবল কমিশনকে সহায়তা করবে মাত্র। সহায়ক সরকার, এই সরকার, সেই সরকার বলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী একথা বলেন।

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনার সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।

কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। নির্বাচনে যদি আসেন ভালো কথা, আপনাদেরকে নিয়েই আমরা নির্বাচন করতে চাই। না আসলে আমরা আপনাদের জন্য বসে থাকব না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আবারও আওয়ামী লীগ ও মহাজোটকে নির্বাচিত করবে এতে কোনো সন্দেহ নেই।’

২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুল ধরে কামরুল ইসলাম বলেন, ‘আজকে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করবেন, এটা নতুন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি করে জনগণকে আর ভোলানো যাবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) লেভেল প্লেইং ফিল্ডের নামে সন্ত্রাসীদের অবাধে বিচরণের সুযোগ চাচ্ছে। অন্যদিকে গোপনে ২০১৩-১৪ এর মতো সন্ত্রাস করার ছক কিন্তু তারা তৈরি করছে।’

মন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে ২০১৮ সালের শেষের দিকে বা ২০১৯ সালের প্রথম দিকে। আশা করি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের সঙ্গে নির্বাচনী খেলা আমরা খেলতে চাই। তারা যদি নির্বাচনে না আসেন তবে তোষামোদ করে নির্বাচনে আনার প্রশ্নই উঠে না।’

পরিষদের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আতাউর রহমান। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান।

(ওএস/এএস/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test