E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভিশন ঘোষণার আগে জনগণের কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল’

২০১৭ মে ১৩ ১৭:৩৮:১১
‘ভিশন ঘোষণার আগে জনগণের কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল’

স্টাফ রিপোর্টার : ভিশন-২০৩০ ঘোষণা করার আগে জনগণের কাছে বিএনপির ক্ষমা চাওয়া ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি একথা বলেন।

নাসিম বলেন, কদিন আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তথাকথিত ভিশন ঘোষণা করেছে। চৌদ্দ দল মনে করে এ ভিশনের প্রথমেই জনগণের কাছে তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি এগিয়ে নেয়ার জন্য তারা শুধু বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েই খান্ত হননি, মন্ত্রীও বানিয়েছিলেন। তারা দেশে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। সে কারণেই তাদের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া।

নাসিম বলেন, ভিশন কিছুই নয় জনগণকে একটি ভ্রান্তির মধ্যে ফেলে ক্ষমতায় আসতে চান তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়ে বিএনপির ভিশন-২০৩০ এ বেগম খালদো জিয়া যা বলেছেন তা মোটেই বাস্তব সম্মত নয় বলেও মনে করেন নাসিম। তিনি বলেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে অবমাননা করেছেন। সুতরাং তার মুখে একথা মানে জনগণের সঙ্গে প্রতারণা করা।

ভিশনে তিনি একবারও যুদ্ধাপরাধীদের কথা বলেনি। তিনি একবারও বলেননি ঘাতকদের বিচার না করে, বরং সমর্থন করে ভুল করেছি, আপনারা করেছেন সে কারণে আপনাদের ধন্যবাদ জানাই।

জোটের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন, বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন নিয়ে অনেক কথা বলা যায়। বলেছিও। তবে এক কথায় আমি বলব, এটা ভ্রান্তি বিলাস ছাড়া কিছু নয়। পরিপূর্ণ ভ্রান্তি বিলাস এবং জনগণকে বিভ্রান্তি করার জন্য একটি ভিশন। এই ভিশনের আরেক অর্থ হলো পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী বাতিল করা। যদি এটি বাতিল হয়ে যায় তবে দেশ আবারও পূর্ব অবস্থায় ফিরে যাবে।

এর আগে রাশেদ খান মেননের সভাপতিত্বে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test