E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উল্টা-পাল্টা কিছু করলে কাউকে ছাড় দেয়া হবেনা’

২০১৭ মে ২২ ১৬:৩৮:২৫
‘উল্টা-পাল্টা কিছু করলে কাউকে ছাড় দেয়া হবেনা’

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, উপদেশ দেওয়া সহজ কিন্তু উপায় বলে দেয়া কঠিন। বিশ্ব শান্তির দূত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে চলমান জঙ্গি তৎপরতা বন্ধে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, জনগণকে নিয়ে কেউ যদি চিন্তা করেন, জনগণের কথাবলার অধিকারের কথা ভাবেন, শিক্ষার কথা ভাবেন, কৃষি উন্নয়নের কথা ভাবেন, স্বাস্থের উন্নয়নের কথা ভাবেন, নারী উন্নয়নের কথা ভাবেন, কিভাবে জনগণকে ক্ষমতায়ন করা যায় সেটা ভাবেন তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে একটি মডেলে পরিণত হয়েছেন।

দলীয় নেতা-কর্মীদের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ক্ষমতা পেয়ে উল্টা-পাল্টা কিছু করলে কোনমতেই ছাড় দেওয়া হবেনা। এমপি-মন্ত্রীদের পুত্র-কন্যাদেরও ছাড় দেয়া হচ্ছেনা। আওয়ামী যুবলীগের কর্মীরা কখনোই আইন বিরুদ্ধ কিছু করেনা- করতে পারেনা। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী সোমবার সকালে টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা রিসোর্টে কালিহাতী উপজেলা আওয়ামী যুব লীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। এ সময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

সমাবেশে সভাপতিত্ব করেন, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নুরুন্নবী সরকার।

(আরকেপি/এএস/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test