E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজও রাজধানীতে দু:স্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করছেন খালেদা

২০১৭ মে ৩১ ১৪:০৬:৪৯
আজও রাজধানীতে দু:স্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করছেন খালেদা

স্টাফ রিপোর্টার : দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার রাজধানীতে দুঃস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বেলা পৌনে ১১ টার দিকে গুলশান-১ ডিসিসি মাকের্টের সামনে থেকে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকালও (মঙ্গলবার) রাজধানীর ২২টি স্পটে দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আজ যে সব স্থানে খালেদা জিয়া বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করবেন সেগুলো হচ্ছে- ডিসিসি মার্কেট (গুলশান-২), ওয়ারলেস গেট (মহাখালী), মধুবন মিষ্টির দোকানের সামনে (বাড্ডা-মোল্লাপাড়া লিঙ্ক রোড), সততা সিরামিকসের সামনে (রামপুরা মালিহা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে), ডুমনি ইউনিয়ন (৩০০ ফুট মোস্তল), খিলক্ষেত-নিকুঞ্জ (কারওয়াশ), প্রাইম ব্যাংক (উত্তরা জসিম উদ্দিন), আমীর কমপ্লেক্সের সামনে (উত্তরা), মিরপুর -১১ নম্বরে বিএফসির সামনে, মিরপুর-১ শাহআলী মাজার এবং কোনাবাড়ী বাস স্টেশন মোড়, কাজী পাড়া বাসস্ট্যান্ড (এক্সিম ব্যাংকের সামনে), এসএ খালেক সিএনজি স্টেশন (দারুস সালাম, শ্যামলী), কারওয়ান বাজার (প্রগতি) এবং এফডিসি গেট।

(ওএস/এসপি/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test