E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার আদায় করে নেবে : দুদু

২০১৭ জুন ১০ ১৫:১৮:০৬
বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার আদায় করে নেবে : দুদু

স্টাফ রিপোর্টার : তুমুল গণআন্দোলনের মাধ্যমেই আগামী দিনে বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করে নেবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ বেগমগঞ্জবাসী’ আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে দুদু বলেন, ‘মান-সম্মান থাকতে সহায়ক সরকারের দাবি মেনে নিন। দেশের জনগণ আপনাকে মাথায় করে রাখবে। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তা আপনার জন্য সুখকর হবে না। আপনার বিশেষ দূত এরশাদকে যেভাবে গণআন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকেও।’

শেখ হাসিনা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না মন্তব্য করে দুদু বলেন, ‘আপনি শেখ হাসিনা তো আর বেশিদিন ক্ষমতায় নেই। দেশের জনগণ আপনাকে চাচ্ছে না। প্রধানমন্ত্রী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সহায়ক সরকারের অধীনেই আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে।’
‘শেখ হাসিনা বর্তমান পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছেন। তাই তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’- দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘পুলিশ প্রশাসনের সংস্কার করতে হবে। পুলিশ বাহিনী যখন খুশি গুম, খুন, হত্যা, নির্যাতন করছে। তারা আইন-শৃঙ্খলায় নিযুক্ত থাকবে আর নির্বাচন সুষ্ঠু হবে এটা আওয়ামী লীগ ছাড়া কেউ বিশ্বাস করে না।’

আয়োজক সংগঠনের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, ফোরকান আলম, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, জিনাফের সভাপতি মিয়া মো:আনোয়ার প্রমুখ।

(ওএস/এসপি/জুন ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test