E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বাড়ির মামলায় মওদুদ হেরেছেন দুর্বল যুক্তিতে’

২০১৭ জুন ১৩ ১৫:৫৯:৫৬
‘বাড়ির মামলায় মওদুদ হেরেছেন দুর্বল যুক্তিতে’

স্টাফ রিপোর্টার : গুলশানের বাড়ি নিয়ে করা মামলা মওদুদ আহমদ দুর্বল যুক্তির কারণে হেরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উচ্চ আদালতে মামলা হেরে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার পর এখন সরকারকে দোষারোপ করছেন বিএনপি নেতা।

মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

বুধবার গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের যে বাড়িতে মওদুদ থাকতেন, সেটি তার ভাইয়ের নামে আশির দশকে ভুয়া দলিল করে দখল করা হয়েছিল বলে প্রমাণ হয়েছে। গত ৪ জুন উচ্চ আদালত মওদুদের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার তিন পর পর ওই বাড়ি থেকে মওদুদকে উচ্ছেদ করে রাজউক। এরপর গুলশানে তার মালিকানাধীন একটি ফ্ল্যাটে উঠেন মওদুদ।

আদালতে মামলায় হেরেও মওদুদ সেদিন ক্ষোভ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, সরকার তার বাড়িটি নিয়ে গেছে।


ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ আহমদ একজন বিজ্ঞ আইনজীবী, একসময়ের আইনমন্ত্রী। দুইটা মামলা (খালেদা জিয়ার বাড়ির মামলাতেও আইনজীবী ছিলেন মওদুদ) তো আপনিই লড়লেন। বেগম জিয়ারটাও। আপনার দুর্বল যুক্তির জন্যই চলে গেছে।’

কাদের বলেন, ‘মওদুদ সাহেব সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, যত কম বলা যায় তত ভালো। মানুষই জানে। শেখ হাসিনাকে গণভবন থেকে বাহির করা হয়েছিলো নির্বাহী আদেশে। আর এখনতো এটা হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশে।’

আদালতের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আদালত স্বাধীন ভাবে কাজ করছে একথা আপনারাই বলেন, আবার যখন নিজেরা হারেন তখন বলেন আদালত সরকারের কথায় রায় দিচ্ছে। আদালতের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করুন।’

(ওএস/এসপি/জুন ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test