E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৈরাজ্য নিরসনে সরকারের কোনো উদ্যোগ নেই : রব

২০১৭ জুন ১৮ ১৫:১২:৫৭
নৈরাজ্য নিরসনে সরকারের কোনো উদ্যোগ নেই : রব

স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ধানের দেশে এখন ভাতের অভাব। এ সরকার এক সময় বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে, দেশে এখন মোটা চাল ৬০ টাকা। কিন্তু সরকার জনগণের ত্রাহি অবস্থা, উদ্বেগ-উৎকণ্ঠা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য নিরসনের কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং সমস্যা সংকটকে অনুধাবন না করে আরও প্রকট করে তুলছে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জেএসডির উদ্যোগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের উপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রব বলেন, দেশে একটি দুর্ভিক্ষের হাতছানি দেখতে পাচ্ছি। আমার বক্তব্যকে যেন সরকার নেতিবাচকভাবে না নেয়। দেশে ৭৪’র মতো আরও যেন একটি দুর্ভিক্ষ দেখা না দেয় সে জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, প্রস্তাবিত বাজেটের ঘাটতি বাজাটের প্রায় এক চতুর্থাংশ ১ লক্ষ ১২ হাজার কোটি টাকা। এই বাজেট অপ্রয়োজনীয় বিদেশি ঋণের পরিমাণ ২৫ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, বিশাল বাজেট এবং শুধু সরকারি খাতে বিনিয়োগের ফলে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাজাটে নিজস্ব উন্নয়ন নেই, অবনতি আছে।

(ওএস/এসপি/জুন ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test