E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফখরুলের বক্তব্য মিথ্যা ও বানোয়াট : নৌমন্ত্রী

২০১৭ জুন ২০ ১৫:৫৬:৩৬
ফখরুলের বক্তব্য মিথ্যা ও বানোয়াট : নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার : মাদারীপুরে জেলা বিএনপির দলীয় কর্মসূচি ভণ্ডুলের বিষয়ে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার তিনি এক প্রতিবাদলিপিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৬ মে মাদারীপুর জেলা বিএনপির দলীয় কর্মসূচি চরমুগরিয়ায় একটি স্কুলে অনুষ্ঠিত হচ্ছিল। হেলেন জেরিন খান গ্রুপের পক্ষে কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেখানে যান। এতে অপর পক্ষের নেতা মিজানুর রহমান মুরাদ গ্রুপের লোকজন ক্ষুব্ধ হয়। তারা সভাস্থলে গোলযোগ সৃষ্টি করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় নেতাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন। কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চলছে, এটা তারই বহিঃপ্রকাশ।

পুলিশ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থল থেকে বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বাসভবনে নিয়ে আসেন। সেখানে তারা মধ্যাহ্ন বিরতি শেষে নিরাপদে পুলিশে প্রহরায় মাদারীপুর ত্যাগ করেন। পথে তাদের কেউ বাধা সৃষ্টি করেনি।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ওই সভায় যাতে কেউ গোলযোগ সৃষ্টি না করে সেজন্য আমি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশনা দেই এবং নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশনা দেই। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত ছিল না।

(ওএস/এসপি/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test