E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘খালেদা জিয়া জালেম সরকারের প্রধান ছিলেন’

২০১৭ জুন ২১ ২২:৪১:৩২
‘খালেদা জিয়া জালেম সরকারের প্রধান ছিলেন’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জালেম সরকারের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেলে ডাক বিভাগ কর্মচারী ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজধানীর পোস্টাল অডিটোরিয়ামে তিনি একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া আপনার দলের নেতাকর্মীরা আপনার নির্দেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। দেশের মা-বোনদের জীবনকে বিপর্যস্ত করেছে। কিন্তু আপনি তখনও কোনো প্রতিক্রিয়া দেননি বরং পৈশাচিক উল্লাস করেছেন। আসলে আপনি ছিলেন জালেম সরকারের প্রধান। আয়নায় নিজের চেহারা দেখুন তার প্রমাণ পাবেন।

‘বিএনপিকে দুর্বল করতে ত্যাগী নেতাকর্মীদের সরকার গুম ও খুন করেছে। সরকার পরিবর্তন হলে গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়া যাবে’ বিএনপি চেয়ারপারসনের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, ‘এ সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার। দেশের উন্নয়ন করে জনমনে আশার সৃষ্টি করেছে। জনগণ বিশ্বাস করে যে কেবলমাত্র এই সরকার এলেই দেশের উন্নয়ন সম্ভব। কিন্তু সুযোগ পেলেই আপনি, আপনারা অযাচিতভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। পুনরায় ক্ষমতায় এসে দেশের মধ্যে হত্যা, জ্বালাও, পেড়াও ও ভাঙচুর করে দেশে ধ্বংসযজ্ঞ চালানোর স্বপ্ন দেখছেন। কিন্তু জনগণ কোনোদিন এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না।’

‘বেগম খালেদা আসলে আপনার মধ্যে দেশের প্রতি দায়বদ্ধতা নেই, দেশের মানুষের প্রতি কোনো মমতা নেই। আপনার যত প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি সব পাকিস্তানের প্রতি’ বলেন আওয়ামী লীগের এই নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদসহ ডাক বিভাগের কর্মচারী ইউনিয়নের নেতারা।

(ওএস/এএস/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test